মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবে আজিজুর রহমান পাঠান (৫২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।শুক্রবার সকালে উপজেলার সারি-গোয়াইন নদীর মুখতোলা নামক এলাকায় নৌকা ডুবে নিখোঁজের এ ঘটনা ঘটে। আজিজুর রহমান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল লতিফ পাঠানের ছেলে। সে তার ছেলে আলী আহমদকে নিয়ে বেশ কিছুদিন ধরে জাফলংয়ের বাংলাবাজার এলাকায় বালু শ্রমিকের কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলা বালু উত্তোলনের কাজ শেষে গোয়াইনঘাটের মুখতোলা নামক এলাকার একটি ঘাটে তাদের ইঞ্জিন নৌকা বেধে গত বৃহস্পতিবার রাতে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় ঘুমিয়েছিলেন আজিজুর রহমান পাঠান। তারা ঘুমিয়ে থাকা অবস্থায় শুক্রবার সকাল বেলা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় ঘুম ভেঙ্গে তাড়াহুড়ো করে আজিজুর রহমানের ছেলে আলী আহমদ নৌকা থেকে নামতে পারলেও আজিজুর রহমান নৌকাসহ তলিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত), এসআই লিটন রায় ও এএসআই মারুফুল হাসান মুকিতসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইনর্চজ যীশু তালুকদারসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের সহযোগীতায় নিখোঁজের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তবে,এ প্রতিবেদন লেখার সময় বিকেল ৩টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে নৌকা নিয়ে টহল দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।