গোয়াইনঘাটে শিশুদের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের শীতবস্ত্র বিতরণ

মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের জন্য বার্ষিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় মিলনায়তনে রেজিস্টার্ড ২৭০০ শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।

পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাটের স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটাকশন অফিসার দীপঙ্কর যেত্রার পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহীদ,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি ম্যানেজার মিল্টন সিং, প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া খংস্তিয়া, চিত্ত রঞ্জন বালা, মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সালাম, মঞ্জুর আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *