1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন

গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা: গাজীপুর জেলা পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানসহ (৩২) কয়েকজন দগ্ধ হয়েছেন। দগ্ধ আবু হেনা রনি ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটনের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিনয় করতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। তখন পাশেই দাড়িয়ে থাকা রনিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য দগ্ধ হন। রনি ও জিল্লুর বেশি দগ্ধ হওয়ায় তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।


ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রনির শরীরের ২৪ শতাংশ ও জিল্লুর রহমানের আনুমানিক ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি