1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এখন গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে বিধায় আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা গ্রামগঞ্জে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। তাই গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশ উর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দিব। অন্যদেরকে ধৈর্য্য ধরতে হবে। আগে বয়স্কদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন। সে ব্যাপারে যত টাকাই লাগুক তার ব্যবস্থা রাখা হয়েছে।

শোক সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি