1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন

চকরিয়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

কক্সবাজার: চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামমুখী প্রাইভেট মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে ডোবায় পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়িটি টেনে তোলার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টার পর তাদের বের করা হলে গাড়িতেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর বাকিদের মৃত্যু হয়।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি