সিলেট থেকে দিরাইগামী বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই বাসের এক হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিনগত রাতে ছাতকের বুরাইয়েরগাঁও এলাকা থেকে তাকে আটক করে বাস মালিক সমিতি।
পরে তারা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
গ্রেফতার বাসের হেলপার আব্দুর রশিদের (২৮) বাড়ি সিলেটে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পদাক জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রশিদকে আটক করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অন্য দুইজনকে আটকের জন্যও তারা চেষ্টা করছেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় চলন্ত বাস থেকে মেয়েটি লাফিয়ে পড়েন।
পরে আহত অবস্থায় দিরাই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নির্যাতিত মেয়েটির বাড়ি দিরাই পৌর শহরে। তিনি দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।
এরপর ওই বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার রাত ৯টার দিকে ওই ছাত্রীর বাবা দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।