1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন

চসিক নির্বাচনের শুরুতেই সংঘর্ষ, গুলিতে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নগরীর খুলশি থানার ১৩ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খুলশি থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, ওই ওয়ার্ডের সরকারদলীয় কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মো. আলমকে (২৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বাবার নাম সুলতান। আলম ঝাউতলা এলাকার ভাড়া বাসায় থাকতেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি