চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন রফিক ও মনির।
শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা যাচ্ছিলেন একদল বরপক্ষ। এসময় বৃষ্টি শুরু হলে পদ্মা পার হয়ে আলিমনগর ঘাটের তেলিখালিতে একটি চালার নিচে আশ্রয় নেন তারা।
এসময় বজ্রপাতে হলে ১৭ জন নিহত ও ছয়জন আহত হন। রফিক ও মনির কনেপক্ষের। তারা বরযাত্রীদের এগিয়ে নিতে ঘাটে এসেছিলেন।
আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।