1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে শরিফুল ইসলাম ভদু (৪০) মৃত্যু হয়।

নিহত শরিফুল ইসলাম ভদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে।

গুলিবিদ্ধ ওহিদুল ইসলাম (২৩) মুন্সিপাড়া মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম জানান, ‘ভদু রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি গরু আনতে গেলেন, নাকি অন্য কারণে সেখানে গেলেন বলতে পারছি না।’

তিনি বলেন, ‘শুনেছি বিএসএফের গুলিতে মারা গেছেন ভাদু। ভাদুর মরদেহ কোথায় আছে বলতে পারছি না।’

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ‘শিংনগর সীমান্তের বিষয় শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিজিবির পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।’

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি