আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের একটি ভ্যাকসিন তৈরি করছে বলে দাবি করেছে পাকিস্তান। চীনের ওষুধ প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োর সহায়তায় এ ভ্যাকসিন তৈরি করছে দেশটি। পাকিস্তানে উৎপাদিত ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘পাকভ্যাক’। সোমবার পাকিস্তানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সল সুলতান এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, বিদেশি ভ্যাকসিনের উপর নির্ভরশীলতা কমাতেই নিজ দেশে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেয় পাকিস্তান। ভ্যাকসিনটি এক ডোজের।
ফয়সল সুলতান জানান, কঠোরভাবে ভ্যাকসিনটির মান নিয়ন্ত্রণ করা হয়েছে। ভ্যাকসিন সাপ্লাই লাইনে এই ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চীন সরকারের উপহার দেওয়া টিকার মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে পাকিস্তান। দেশটিতে এ পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতি মাসে পাভ্যাকের ৩০ লাখ ডোজ উৎপাদন করতে সক্ষম হবে বলে জানানো হয়।