নিউজ ডেস্ক ::বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক, নাট্যকর্মী এবং সিলেট ছড়ামঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুলের মাতা এখলাছুন নেছা (এলাছুন) আর নেই।
রোববার (১৪ মার্চ) রাত ৮.৫০ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সিরাজ উদ্দিন শিরুলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বায়ান্ন টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান ও স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতি কবি নূরুদ্দীন রাসেল,স্বর্ণালীর উপদেষ্টা সঙ্গীতশিল্পী তপন কুমার সাহা,সহ-সভাপতি শাহিনুর রহমান,আজির উদ্দিন,সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি কবি পলাশ আফজাল,সাধারণ সম্পাদক এসডি চৌধুরী বাপ্পি,বায়ান্ন’র বার্তা সম্পাদক শাহ সাজু,সহকারী বার্তা সম্পাদক শিপন চন্দ জয়,স্টাফ রিপোর্টার শাহানা আক্তার জেরিন,কণ্ঠশিল্পী তৃষা মল্লিক।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌসের জন্য প্রার্থনা করেছেন।