স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জুলাই মাস থেকে আবার করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যত টাকা প্রয়োজন হোক ভ্যাকসিন আনা হবে এবং সব নাগরিককে বিনামূল্যেই ভ্যাকসিন দেওয়া হবে।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এসময় করোনা রোগীদের সেবায় নিয়োজিত ২০ হাজার ৫০০ চিকিৎসক ও নার্সকে ১০৪ কোটি টাকা বিশেষ সম্মানি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে বিদেশে যারা যাবেন, তাদের আগে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’