নিউজ ডেস্ক ::গতকাল ২৪ জুন ২০২১ ইং জন্মদিনকে ঘিরে প্রিয় অগ্রজ-অনুজ-স্বজন-প্রিয়জন-বন্ধু-বান্ধব-সহকর্মী-সহযোদ্ধা এবং প্রিয়ভাজন ছাত্রদের উচ্ছাস – আনন্দ , প্রার্থনায় আবেগিত হয়েছেন রাজা জিসি হাই স্কুল সিলেটর প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোঃ জেলার কমিশনার এবং বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর এর সভাপতি মোহাম্মদ আবদুল মুমিত।
কৃতজ্ঞতা বার্তায় মোহাম্মদ আবদুল মুমিত বলেন-সকলের দোয়া ও সহযোগিতায় আজীবন আদর্শবান মানুষ হিসেবে নীতি – নৈতিকতা নিয়ে বেচেঁ থাকতে চাই এবং যাহারা আমার জন্মদিনকে ঘিরে দোয়া ও ভালোবাসার আবেগ দেখিয়েছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকলাম ও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে।