নূরুদ্দীন রাসেল(সিলেট)::২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেট জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.মঈনুল আহসানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগম, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ জুনেদ কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, কুচাই ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল প্রমুখ।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার রোগ নিয়ন্ত্রণ শাখার কো-অর্ঢিনেটর ও প্রোগ্রাম সুপারভাইজার মোঃ কামরুজ্জামান।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন স্থানে কুকুরকে টিকা দেয়া হবে বলে সভায় জানানো হয়।
এ বিষয়ে সকলকে সচেতনতামূলক মনোভাবে এগিয়ে আসতে হবে।