নূরুদ্দীন রাসেল : : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে আজ ২৮ এপ্রিল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুস্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে এতিমখানা,দুস্থ,আশ্রয় প্রকল্পের অসহায়দের মধ্যে খাদ্যের প্যাকেজ বিতরণ কর্মসূচি পালন করা হয়।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মঈনুল আহসান এর সভাপতিত্বে অনুস্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
আরএমও ডাক্তার রুবাইয়া আহমেদ, ডাক্তার আহসানা শাকিরা, ডাক্তার নাজমুস সাকিব, এফআইবিডিবি সূচনা’র নিউটেশন অফিসার শেখ তাওহীদা রহমান, উপজেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা,স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ফারহানা মালেক জয়া প্রমুখ।
খাদ্যের প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, ছোলা, আলু, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করা হয়।জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম কর্মসূচি বলবৎ থাকবে।