কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান দেশে আসতে পারে আগামি ২৮ আগস্ট। এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, ‘আমরা আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা ২৮ আগস্ট সরবরাহের পরিকল্পনা করছি, যা বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।’
নাওকি ইতো বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে জাপান। যত তাড়াতাড়ি সম্ভব করোনা দমন করতে জাপান একসঙ্গে কাজ করবে। সব মিলিয়ে বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।
ঢাকায় জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার দফায় বাংলাদেশকে প্রায় ২৪ লাখ ডোজ টিকা দিয়েছে জাপান।
মূলত দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। ৮০ শতাংশকে টিকার আওতায় আনতে ১৩ কোটি ১৭ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দিতে হবে। এদের দুই ডোজ করে দিতে মোট ২৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টিকার প্রয়োজন হবে।