মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের জাফলংয়ে ছিন্নমূল পথ দোকানদারদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী সভা করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ। রোববার দুপুরে সংগ্রাম সীমান্ত বিজিবি ক্যাম্প এলাকায় এ সভা করেন।
সভায় ৫০ জন ছিন্নমূল দোকানদারকে নিয়ে পর্যটকদের সাথে ভালো ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ, জাফলং ভিউ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর সানি, সাধারণ সম্পাদক শাহ আলম, ট্যুরিস্ট গাইডসহ সভাপতি শাহিন আহমেদ, ব্যবসায়ী আছুর উদ্দিন, শামিম আহমেদ প্রমুখ।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ বলেন, জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত। জাফলং বেড়াতে আসা পর্যটকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সবসময় পর্যটকদেরকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করে থাকেন। পর্যটকদের আগমনের মাধ্যমে এলাকার অনেক মানুষের জীবন চলে। পর্যটকদের সাথে ট্যুরিস্ট ব্যবসায়ীরা ভালো ব্যবহার করে সেদিকে আমরা খেয়াল রাখি। জাফলং ভ্রমণে আসা পর্যটকদের যেকোন সহায়তায় আমরা এগিয়ে যাচ্ছি। পর্যটন এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।