মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট থেকে::সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে জাফলং প্রিমিয়ার লীগ (JPL) ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির জিয়াউর রহমান সাবু’র সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাজিদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি সামসুল আলম।
জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাফলং নিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইমরান হোসেন সুমন, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মনিরউজ্জামান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ারদী, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মজির আহমদ, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজ, ক্রীড়াবিদ সুহিন আহমদ, পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সাধারন সম্পাদক সাব্বির রহমান সাজন, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ, জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।