মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আজ রোববার বিচারিক আদালতে হাজির হয়ে আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
পরীমণির আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে বলেন, ৩১ আগস্ট এ মামলায় আদালত পরীমনির জামিনের আদেশ দেন। মামলার চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিনের ওই আদেশ দেওয়া হয়েছিল।
৪ অক্টোবর মামলাটিতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন।
এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।
এরও আগে ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।
হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য আলামতগুলোর মধ্যে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, দুটি ভিসা কার্ড, একটি গোল্ডকার্ড ও দুটি পাসপোর্ট উল্লেখযোগ্য।