জিন্দাবাজারে ১৮৬০ পিস ইয়াবাসহ জুয়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের পূর্ব জিন্দাবাজার থেকে ১৮৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল আহম্মদকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়েল শাহপরাণ থানাধীন বহর বিআইডিসি শুকুর আহম্মদের ছেলে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে রবিবার (২৪ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে পূর্ব জিন্দাবাজার থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে পূর্ব জিন্দাবাজার থেকে পেশাদার ইয়াবা ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৮৬০ পিস ইয়াবা উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *