মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::প্রিয়,
জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ বাসী,
আপনাদের প্রিয় নেতা দিলদার হোসেন সেলিম সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনারা আমাদের বাবাকে তাঁর রাজনৈতিক জীবনে ভালবাসার সহিত সম্মানিত করেছেন। আপনাদের ভালবাসাই বাবার পথ চলার সাহস ছিল।
তাঁর চলে যাওয়ার পরেও উনার জানাযায় উপস্থিত হয়ে আবার ও সম্মানিত করেছেন।আমাদের বাবার প্রতি আপনাদের ভালবাসা অতুলনীয় ।
আমরাও আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আশা করছি আমাদের বাবার পাশে যেভাবে ছিলেন আমাদের পাশেও সেই ভাবে থাকবেন।
আমাদের বাবা যদি কাউকে কোন ভাবে কষ্ট দিয়ে থাকেন , আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, দয়া করে উনাকে ক্ষমা করে দিবেন।
আপনারা জানেন, আমাদের বাবা কিডনী রোগ জনিত কারণে অনেক দিন অসুস্থ ছিলেন। গত চার (৪) মে ২০২১, তিনি কিডনী রোগ জনিত কারণেই মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন ।তাঁকে পাঁচ(৫) মে দুপুর বেলা ডায়ালিসেস করা হয় । তার পর আনুমানিক চার(৪) ঘন্টা পরে তিনি মৃত্যুবরণ করেন।
পরিশেষে, আবার ও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি। আপনারা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।আমিন
দোয়া কামনায় ,
আপনাদের প্রিয় নেতা দিলদার হোসেন সেলিম সাহেবের পরিবারের সদস্যবৃন্দ।