মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের জৈন্তাপুর রাজ পরগনার বিশিষ্ট মুরব্বীদের এক সভা ২৩ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় জৈন্তাপুর রাজবাড়ী ইরাদেবী মাঠে অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্বের সংগঠক মখছুছুল আম্বিয়া চৌধুরীর সভাপতিত্বে জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদরাসা সহ পরগনার গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
পরবর্তী সভা আগামী ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল তিনটায় একই স্থানে অনুস্টিত হইবে।এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ছবিতে সভায় উপস্থিতির একাংশ…….