ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের (করিমন) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মদনডাঙ্গা মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হতহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে।
খবর পেয়ে পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করেন।
তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিমেন্টবোঝাই ট্রাকটি যশোর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মদনডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত হয়েছেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।