গোয়াইনঘাট প্রতিনিধি ::তিন দিনের সরকারী ছুটি থাকায় জাফলং পর্যটকদের সংখ্যা বেড়ে যায়।সেই বেড়ে যাওয়া পর্যটকদের ফেলে যাওয়া কিছু ময়লায় জিরো পয়েন্টের সাদা-পাথর পল্লী সৌন্দর্য্য হারায়।তাই সৌন্দর্য ধরে রাখার জন্য টুরিস্ট পুলিশ এর ওসি রতন শেখ সবাই কে নিয়ে আজ ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। ময়লা উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেন।
টুরিস্ট পুলিশ এর ওসি রতন জানান,জাফলং জিরো পয়েন্ট সাদা পাথরের সৌন্দর্য ধরে রাখার জন্য, জাফলং আগত পর্যটকসহ সবাইকে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।