1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকর মডার্নার ভ্যাকসিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নভেল করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা বেশি। সম্প্রতি মেডআর১৪ জার্নালে প্রকাশিত (পিয়ার রিভিউয়ের জন্য অপেক্ষমান) দুইটি গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মায়ো ক্লিনিক হেলথ সিস্টেমের অধীনে ৫০ হাজার করোনা আক্রান্তের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ২০২১ সালের শুরুর দিকে মডার্নার ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৮৬ শতাংশ কার্যকর থাকলেও জুলাই মাস নাগাদ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা কমে ৭৬ শতাংশে নেমে এসেছে।

একই সময়ের মধ্যে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা ৭৬ শতাংশ থেকে নেমে ৪২ শতাংশে এসেছে।

যদিও উভয় ভ্যাকসিনের ক্ষেত্রে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার হার কমেছে, দাবি করছেন গবেষকরা।

এ ব্যাপারে ম্যাসাচুসেটস ডেটা অ্যানালিটিক্সট কোম্পানির মুখপাত্র ড. ভেঙ্কি সুন্দররঞ্জন বলেছেন, বছরের শুরুর দিকে যারাই মডার্না বা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন তাদের সকলেরই মডার্না ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হতে পারে।

এ ব্যাপারে ফাইজারের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশি বয়স্কদের ক্ষেত্রে তৃতীয় একটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, করোনা ভ্যাকসিন নেওয়ার পর সংক্রমিত হয়েছেন কি না তা দেখার জন্য ইসরাইলের ৩৪ হাজার মানুষ করোনা পরীক্ষা করেছেন। তাদের মধ্যে সংক্রমণের হার ১.৬৬ শতাংশ।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি