কয়েকদিন টানা গরমের পর ঢাকাসহ ছয় জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে।
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে।
শনিবার বিকালে ঝড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি রাজধানীতে স্বস্তি এনেছে। ঢাকায় ঝড়-বৃষ্টিতে ধুলার যন্ত্রণাও কমেছে কিছুটা।
আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলের ঝড়ো হাওয়া বয়ে যায়।
তিনি বলেন, ঢাকায় এটা ছিল মৌসুমের প্রথম ঝড় বৃষ্টি। ৪টা ৩৫ মিনিটে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। তবে ঢাকার বাইরে দেশের অধিকাংশ জায়গায় কালবৈশাখী হচ্ছে এ মৌসেুমে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।
ফাল্গুনের শেষ সময়ে চৈত্রের প্রাক্কালে ঢাকার বাইরে গরম ও ঝড়বৃষ্টির দাপট দেখা যাচ্ছে কয়েক দিন ধরেই।