ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতদের মধ্যে গ্রীনলাইন বাস ও ট্রাকের ড্রাইভার হেলপার গুরতর আহত হয়েছেন।১৫ মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন বাস ও ঢাকাগামী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।এতে বাস ট্রাকের ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হোন। গাড়িতে থাকা কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন।গুরুতর আহত তিনজনকে উদ্ধার সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার সত্যতা নিশ্চিত করে বলেন,আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।