দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ। গত মঙ্গলবার ও সোমবার যথাক্রমে ২৫৮ জন ও ২৪৭ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ২৫৫।
একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জনের শরীরে। এটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। গতকাল বুধবার এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।