রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাঈদ আব্দুল্লাহ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেল লাইন অতিক্রম করার সময় কোনো একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান সাঈদ আব্দুল্লাহ। সে বিজ্ঞান কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। কলেজের হোস্টেলে থাকলেও তার বাড়ি কক্সবাজার জেলায়।
তিনি আরও জানান, নিহতের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ আইনের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।