নূরুদ্দীন রাসেল :: ৩০ অক্টোবর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুস্টিত।
এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়,সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল,দক্ষিণসুরমা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান,সিভিল সার্জন অফিস সিলেট এর সিনিয়র স্বাস্হ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক,উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ,সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম,প্রধান শিক্ষক অনিন্দিতা দত্ত,স্বাস্হ্য পরিদর্শক( ইনচার্জ) সায়েকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত একজন শিক্ষার্থীকে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কৃমির ঔষধ সেবন করিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।দক্ষিণ সুরমার প্রতিটি প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩০শে অক্টোবর হতে ৫ ই নভেম্বর পর্যন্ত ছয় বছর হতে ষোল বছর বয়সী বিদ্যালয়গামী শিশু ও কিশোর কিশোরীদের এক ডোজ কৃমিনাশক বড়ি ক্ষুদে ডাক্তার দ্বারা সেবন করানো হবে।
এতে অভিভাবক,ছাত্র/ছাত্রীদের সচেতন ভাবে বিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।