সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে প্রাইভেটকার ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার (১৬ মে) বেলা ২টার সময় লালাবাজারের সাত মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী বাসটি ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় আসার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের পাশে বাসের সামনের সিটে ছেলেকে নিয়ে বসা ছিলেন বিউটি রায়। দুর্ঘটনার পর বাসের গ্লাস ভেঙে ছিটকে সংঘর্ষস্থলে পড়ে মা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বাসের ও প্রাইভেটকারচালকসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।