মঙ্গলবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্টে প্রতিদিন থাকছে দুইটি করে ম্যাচ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহীমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেনের মিনিস্টার গ্রুপ রাজশাহী। বাংলাদেশ সময় বেলা ১.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এই ম্যাচে মাহমুদউল্লাহর জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
আসরের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্টের সূচি: