রাজধানীর কমলাপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ওই ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্যে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কামরুল হাসান এর আগে জানিয়েছিলেন, কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি পোশাক কারখানার ৬ তলায় আগুন লাগে। ৭টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।