রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে যাত্রীবাহি লঞ্চ এমভি ফ্লাইং বার্ড-২ মারাত্বক ক্ষতিগ্রস্ত্য হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ সময় পানিতে লাফিয়ে জীবনে বেঁচেছেন লঞ্চের যাত্রীরা। পরে দৌলতদিয়া ঘাট থেকে দুটি ফেরি ও ফায়ার সার্ভিসের সহায়তা তাদের উদ্ধার করা হয়।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, শনিবার দুপুরে তেলবাহী বড় জাহাজ ওটি সাংহাই শিপিং লাইনের একটি জাহাজ দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চটি ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যাওয়ার উপক্রম হয়।
এ সময় যাত্রিরা পানিতে লাফ দেয় যাত্রীরা। সাথে সাথে দৌলতদিয়া থেকে দুটি ফেরি ও ফায়ার সার্ভিসের স্প্রীড বোর্ড তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোন হতাহত হয়নি। তবে তেলবাহী বড় জাহাজ ওটি সাংহাই শিপিং লাইন জাহাজটি আটক করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তেলবাহি বড় জাহাজ ওটি সাংহাই শিপিং লাইনের চালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।