-হাঁটি হাঁটি পা-পা করে অত্যন্ত সফলতার সাথে প্রথম বছর শেষ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ । আজ এই সংগঠনটির শুভ জন্মদিন মহা উৎসব। নামে এটি রক্তদাননের সংগঠন হলেও রক্তদানকে মূখ্য রেখে করে যাচ্ছে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম। সব প্রয়োজনে ছুটে গিয়ে দাঁড়ায় অসহায় মানবতার পাশে। তাই মাত্র এক বছরেই এই সংগঠনটি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিকসহ সব সেক্টরে ব্যাপক সাড়া জাগিয়েছে। শুধু তাই নয়; সিলেট জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে রক্তদানের ব্যবস্থা করেন হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ ’একঝাঁক মানবপ্রেমিক দুর্বার তরুণদের মধ্যেমে।
বিশ্বের সকল দেশের মতই আমাদের দেশ যখন করোনা ভাইরাসে লকডাউন ছিল তখন করোনা কে জয় করে হাসপাতালে অনেক রোগীকে রক্তদান করেছেন হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ সেচ্ছাসেবী।
সংগঠন টির সদস্যরা বলেন, ‘তরুণেরা একতা হলে অনেক কিছু পারে। বিশেষ করে মানবতার জন্য তরুণেরা অনেক কিছু করতে পারে। আমরা সেটা কিছুটা হলেও দেখিয়ে দিতে সক্ষম হয়েছি। কয়েকজন তরুণকে নিয়ে যাত্রা করা ‘হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ, আজ শত শত তরুণের সম্মিলিত এক মানবতার ঠিকানা, এই এক বছরে তাদের পাওয়া না পাওয়ার কথা জিজ্ঞেস করলে তারা আরও জানান, আমরা গত বছরে প্রায় ১৬৫+ জনের মত রোগী কে রক্তদান করছি৷ করোনা ক্লান্তিলগ্নে আমরা সেচ্ছাসেবী আমাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। গত একবছরে আমার ২০০০হাজারের মত মানুষের রক্ত গ্রুপ কেম্পেইন করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য কাজ করে যাচ্ছি । ইনশাআল্লাহ অতীতের ন্যায় সবার দোয়া ও ভালবাসায় আমরা দেশ ও মানুষের সেবা দান করার চেষ্টা করে যাব।