1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

প্রথম টেস্টে সাত উইকেটে হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টেস্ট শুরু হবে।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ওইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসে তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়। দ্বিতীয় ইনিংসেও টাইগার ব্যাটাররা কামব্যাক করতে পারেনি।

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান প্রথম টেস্টের দুই ইনিংসে অর্ধশত করলেও অন্য ব্যাটররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন।

প্রথম ম্যাচে হারের পর সাকিব বলেছেন, টানা টেস্ট পরাজয়ের অবসান ঘটাতে ব্যাটসম্যানদের ভালো করতে হবে।

প্রথম টেস্ট বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন স্বাগতিকদের অভিজ্ঞ পেসার কেমার রোচ। ইতিবাচক ফল আনতে হলে তার বিপক্ষে ভালো করতে হবে টাইগারদের।

দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে টাইগার স্কোয়ার্ডে। বাঁহাতি ব্যাটার মুমিনুল হক দীর্ঘদিন ধরেই ভালো করতে পারছেন না। শেষ ১০ ইনিংসে তিনি চারটি শূন্য রানে আউট হয়েছেন।

দ্বিতীয় ম্যাচে জায়গা হারাতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। টিম ম্যানেজমেন্ট যদি তাকে আরেকটি সুযোগ দেয় তাহলে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে যোগ করা এনামুল হক বিজয়ের পথ প্রশস্ত করতে দলের জায়গা হারাতে পারেন নাজমুল হোসেন শান্ত। অনেকদিন ধরে শান্তও ফর্মহীনতায় রয়েছেন।

এনামুলের পাশাপাশি দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশের সীমিত ওভারের দলে ছিলেন এই পেসার। তবে তিনি এখন টেস্ট স্কোয়াডেও যুক্ত হয়েছেন।

প্রথম ম্যাচে তিন পেসার-মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে শফিউল একাদশে ঢুকলে এবাদতকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দুই দল তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদি হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, রেজাউর রহমান রাজা, এনামুল হক এবং শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, রেমন রেইফার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা (উইকেট রক্ষক), আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মতি, জেডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ এবং ডেভন থমাস।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি