স্পোর্টস ডেস্ক
‘ব্যাটিং স্বর্গ’ শব্দটা ক্রিকেটে বেশ পরিচিত। উইকেট রান তোলার জন্য খুবই উপযোগি হলে এই শব্দের ব্যবহার করা হয়। পাল্লেকেলের উইকেটকে এক কথায় ‘ব্যাটিং স্বর্গ’ বলে দেওয়াই যায়! টেস্টের সেই প্রথম দিন থেকেই নির্ধ্বিধায় রান তুলে যাচ্ছেন ব্যাটাররা। ‘ব্যাটিং স্বর্গে’ ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাব দিতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কাও রান উৎসব চালিয়ে যাচ্ছে। ৩ উইকেটে ৪৪২ রান তুলে চতুর্থ দিনের চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা।
উপমহাদেশের অন্যান্য টেস্ট ম্যাচগুলোর চেয়ে পাল্লেকেলের ম্যাচটা আকাশ-পাতাল তফাত। ম্যাচের চতুর্থ দিনেও উইকেট ভাঙার কোনো নাম নেই। স্পিনার টার্ন পাচ্ছেন না। ব্যাটারদের ব্যাটিং করতে তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। সেই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগিয়ে যাচ্ছেন দুই দলের ব্যাটাররা।
৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৮৫ রানে অপরাজিত ছিলেন, তার সঙ্গে ২৬ রানে ক্রিজে ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। আগের দিনের দুই অপরিাজত ব্যাটারকে আজ দুই সেশনেও আউট করতে পারেনি বাংলাদেশি বোলিং আক্রমণ। করুনারত্নে ১৯১ রানে অপরাজিত। ডি সিলভা ব্যাট করছেন ১৪১ রানে।