1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

ধর্মভিত্তিক সংগঠনের অর্ধশত নেতা দুর্নীতি দমন কমিশনের জালে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১

জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার ভাই মাহফুজুল হক ছাড়াও ধর্মভিত্তিক সংগঠনের অর্ধশত নেতা এখন দুর্নীতি দমন কমিশনের জালে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সংগঠনের তহবিল এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

এছাড়াও খোঁজা হচ্ছে যোগানদাতাদের। পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে দুদকে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি ডেকে নজিরবিহীন তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিকে সফল করতে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিসহ নানা উৎস থেকে অর্থ নেন তখনকার মহাসচিব জুনায়েদ বাবুনগরী। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হেফাজতের প্রধান হিসাব নিরীক্ষকের দায়িত্ব পালন করা সলিমউল্লাহর বক্তব্যেও উঠে আসে অর্থ আত্মসাতের তথ্য।

সবশেষ দুদকের কাছে বিভিন্ন উৎস থেকে তথ্য আসে হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা আত্মসাৎ করেছেন। এছাড়া একাধিক ইসলামী সংগঠনের নেতার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক বলেন, হেফাজতের বিষয়ে আমরা ছয় সদস্যের একটা কমিটি করে দিয়েছি। তারা আলোচনা করে দেখছে। আইনে ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলে আছে, এই আইনে যা আছে সেভাবে তদন্ত কাজ শেষ করা হবে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9297493780021522&output=html&h=280&adk=91146109&adf=4272171823&pi=t.aa~a.148600082~i.9~rp.4&w=730&fwrn=4&fwrnh=100&lmt=1621588553&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1194519437&psa=1&ad_type=text_image&format=730×280&url=https%3A%2F%2Fsylhetsun.com%2Fmain%2Farticle%2F8777&flash=0&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1621588553504&bpp=3&bdt=1307&idt=3&shv=r20210517&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4601cc9a4585b721-2290e11910c50022%3AT%3D1607282452%3ART%3D1607282452%3AS%3DALNI_MbFz7cIzYDsNH5_5q5pWBcG06hDYw&prev_fmts=0x0%2C1200x280%2C730x280&nras=4&correlator=5158063609786&frm=20&pv=1&ga_vid=399211948.1621588553&ga_sid=1621588553&ga_hid=1388815287&ga_fc=0&u_tz=360&u_his=3&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=120&ady=1931&biw=1349&bih=654&scr_x=0&scr_y=0&eid=182982000%2C182982200&oid=3&pvsid=168506941787482&pem=180&ref=https%3A%2F%2Fsylhetsun.com%2F&eae=0&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C654&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=Dk8r3HUXKh&p=https%3A//sylhetsun.com&dtd=115

যাদের বিষয়ে দুদক অনুসন্ধান করছেন তাদের মধ্যে রয়েছেন, হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার বড় ভাই  মুহাম্মদ মাহফুজুল হক। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের অর্ধশত নেতা। অর্থের যোগানদাতা কারা তাও খতিয়ে দেখছে সংস্থাটি।

প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে অনুসন্ধানের জালে থাকা বিভিন্ন নেতাদের।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের প্রয়োজনে যাকে যখন দরকার তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, যাদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিবে দুদক। খতিয়ে দেখা হবে তাদের স্থাবর অস্থাবর সম্পদ।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি