1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন

নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা, ৭০ শিক্ষার্থীকে অপহরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে একটি স্কুলে হামলা চালিয়ে বন্দুকধারীরা ৭০ জনেরও বেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে দেশটিতে একাধিকবার এ ধবনের অপহরণের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা।

দেশটির জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে বলেন, গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) সকালে হামলাকারীদের একটি বড় দল প্রদেশটির প্রত্যন্ত অঞ্চলের কেয়া নামক গ্রামের গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালিয়ে ৭৩ জন শিক্ষার্থীকে আটক করে বন্দুকধারীরা।

তিনি আরও বলেন, স্কুলটিতে প্রবেশ করার পর বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। অপহরণকারী শিক্ষার্থীদের উদ্ধার করতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশও যৌথভাবে কাজ করছে।

নাইজেরিয়ায় বছরের পর বছর ধরে স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে এসব বন্দুকধারীরা। তাদের স্থানীয় ভাষায় ‘দস্যু’ বলা হয়। তবে সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীদের প্রতিরোধ করতে লড়াই করছে। গত বছরের ডিসেম্বর থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে দেশটিতে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি