নাইট ক্লাব থেকে আটক হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান, পালালেন বাদশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

করোনা বিধি না মেনে নাইট ক্লাবে পার্টি করার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, জনপ্রিয় গায়ক গুরু রাণধাওয়া এবং ক্রিকেট তারকা সুরেশ রায়না। পরে অবশ্য জামিন পেয়ে গিয়েছেন। জানা গেছে, সে পার্টিতে জনপ্রিয় গায়ক বাদশাও ছিলেন। তবে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবের পিছনের দরজা পালিয়ে যান।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, মুম্বাইয়ের ‘ড্রাগনফ্লাই ক্লাব’-এ তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। সেই সময় কোভিড বিধিভঙ্গের অভিযোগে সুজান খান, গুরু রাণধাওয়া ও সুরেশ রায়না-সহ মোট ৩৪ জনকে আটক করা হয়। মুম্বাইয়ের সাহার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় তাদের আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, নাইট কারফিউ উপেক্ষা করে ওই ক্লাবের ভিতরে উদ্দাম পার্টি চলছিল। সেই সময়ই সেখানে হানা দেয় পুলিশ।

প্রসঙ্গত, ভারতের অন্য রাজ্যগুলির মতো নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে মহারাষ্ট্রও। সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *