নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় একটি ব্যাটারির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোগরাপাড়ায় ব্যাটারির কারখানাটিতে সকাল ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’