নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রায় চার মাস তদন্ত শেষে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানের কাছে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

চার্জশিটে অভিযুক্তরা হলেন— মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া (৬০), সামসুদ্দিন সরদার (৬০), মো. শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), মো. নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), আলহাজ্ব মাওলনা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আব্দুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)।

তবে অভিযুক্ত আরও আট সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসিরউদ্দিন জানান, সুষ্ঠু  তদন্ত শেষে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়াসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি। অভিযুক্ত আরও আট সরকারি কর্মকর্তা/কর্মচারী হওয়ায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় ৩৭ মুসল্লী ও একজন পথচারী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পর্যাক্রমে ৩৪ জন মসুল্লির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *