নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল। রিকটার স্কেলে ৭.২ মাত্রার এ কম্পনে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার এ ভূমিকম্প হয়। খবর দ্য গার্ডিয়ানের
ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় ইতোমধ্যে উপকূলবর্তী জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে।
তাই ওই এলাকায় সবাইকে সতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে দেশটির ক্রাইস্টচার্চে আছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বর্তমানে বাংলাদেশ দল নিরাপদআছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।