পদ্মা সেতুর ৩৭তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৫৬ মিনিটে স্প্যানটি স্থাপন করা হয়। এর মাধ্যমে এখন সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো।
এটি স্থাপন করায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এখন বাকী থাকছে মাত্র ৪টি।
পদ্মা সেতু কর্তপক্ষ জানিয়েছেন, ১০ ডিসেম্বরের মধ্যেই অপর ৪টি স্প্যান বসানো হবে। এর মধ্যে নভেম্বরে আরও ২টি স্প্যান স্থাপন করা হবে।
এর আগে বেলা পৌনে ১১টায় কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ‘তিয়ান ই’ নামের ভাসমান জাহাজটি। ‘২-সি’ নামের স্প্যানটি খুঁটির কাছে পৌঁছে দেওয়ার পর শুরু হয় বসানোর প্রক্রিয়া।
অন্যদিকে ৬ নভেম্বর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি বসানো হয়েছিল। অক্টোবর মাসে ৪টি স্প্যান বসানো হয়েছে। নভেম্বরেও ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। অপর ২টি স্প্যান বসবে ডিসেম্বরে। বিজয় দিবসের আগেই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।