1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

পরীক্ষা স্থগিত: সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ফের সড়কে অবস্থান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত আজও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থগিতের ঘোষণা আসার পরপর রাস্তায় নেমে আসে তারা। পরে রাত দশটার দিকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) একই স্থানে আবারও অবস্থানের কর্মসূচি দিয়ে চলে যায় আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে’, ‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও’, ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে হবে’, ‘দাবি মোদের একটাই, মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই’, প্রভৃতি স্লোগান দেন।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘করোনার মধ্যে পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী মেস ভাড়া করে ঢাকায় অবস্থান করছে। এখন পরীক্ষা স্থগিত হওয়া অযৌক্তিক। আমাদের দাবি পরীক্ষা নিতে হবে।

ইডেন কলেজের শিক্ষার্থী মিতা বলেন, ‘আমরা এমনিতেই সেশন জটে আছি। পরীক্ষা স্থগিত হয়েছে এতে ভয়াবহ সেশন জটে পড়তে যাচ্ছি। আমাদের পরীক্ষা নিতে হবে।’

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখান থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি