1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করেছে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। মঙ্গলবার (৯ মে) একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গেলে তিনি গ্রেফতার হন। তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।


ইমরান খানের দল তেহরিক-ইনসাফের মুখপাত্র সাইফুল্লাহ নিয়াজি স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ইমরান খানকে একটি কালো গাড়িতে তুলে এনএবির রাওয়ালপিন্ডি কার্যালয়ে নিয়ে গেছে।

ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নথিভুক্ত কয়েকটি মামলার জামিন চাইতে লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। তাকে গ্রেফতারে এনএবিকে সহযোগিতা করেছে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্স।


গ্রেফতার ঘটনার এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের গেটে প্রবেশ করার পরপর আধা-সামরিক বাহিনীর সদস্যরা প্রবেশ করেন। সাঁজোয়া যান দিয়ে গেটটি অবরোধ করে রাখা হয়। কিছুক্ষণ পরেই ইমরান খানকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়।’

পিটিআই আইনজীবীরা গণমাধ্যমে জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আজমির ফারুকীর নজরে এসেছে এ ঘটনা। তিনি ইসলামাবাদের আইজি, স্বরাষ্ট্র সচিব, ও অ্যাটর্নি জেনারেলকে ইমরান খানের গ্রেফতারের কারণ ব্যাখ্যা করার জন্য সমন জারি করেছেন।


ইমরান খানের গ্রেফতারের প্রসঙ্গে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক ড. আকবর নাসির খান বলেন, ‘আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

পিটিআই সিনিয়র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে এক বার্তায় অভিযোগ করে বলেন, ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। অনেক আইনজীবী এবং সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি