1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে ঢুকে ইরানের ‘সার্জিক্যাল স্ট্রাইক’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
ইরান-পাকিস্তান সীমান্ত/ প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সীমান্তে ঢুকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে ইরান। ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক বিশেষ শাখার সেনা সদস্যরা পাকিস্তানের বেলুচিস্তানের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে এ হামলা চলায়। ইরানের একাধিক সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

তুরস্কের আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আড়াই বছর আগে জঙ্গিগোষ্ঠী জইশ-আল-আদলের হাতে অপহৃত ইরানি সেনাদের উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালায় ইরান। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তে ঢুকে পাকিস্তানের ভূমিতে জঙ্গিঘাঁটিতে আঘাত হানে ইরানি সেনারা।

বিশেষ ওই সেনা দলের অভিযানটিকে সফল বলে আখ্যায়িত করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, জঙ্গিগোষ্ঠীদের হাতে বন্দি ২ ইরানি সেনাকে উদ্ধার করে ইরানের ভূমিতে সফলভাবে ফিরে আসে আইআরজিসি সেনারা।

এর আগে ২০১৮ সালের ১৬ অক্টোবর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-উল-আদল ১২ আইআরজিসি সেনাকে অপহরণ করে। দুই দেশের সীমান্তবর্তী শহর মেরকাভায় বন্দী করে রাখা হয় তাদের। ২০১৮ সালের ১৫ নভেম্বর এদের পাঁচ জনকে মুক্তি দেয় জঙ্গিগোষ্ঠীটি। ২০১৯ সালের ২১ মার্চ আরও ৪ অপহৃত সেনাকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি