1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন

পানামা জঙ্গলে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে পানামা জঙ্গল পাড়ি দিতে গিয়ে চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) পানামার প্রসিকিউটর কার্যালয় এ কথা জানায়। খবর বাসসের

দেশটির দ্য ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সস অব পানামা দারিয়েন প্রদেশে বিভিন্নভাবে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা নথিভুক্ত করেছে।

গত বছরের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। পানামা ও কলম্বিয়া সীমান্তবর্তী এই দারিয়েনে জঙ্গল পাড়ি দিতে গিয়ে গত বছর ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছিল।

জোসে ভিনসেন্টে পাসার বলছেন, প্রাণহানির এ সংখ্যা বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ ২০১২ সালে দারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে।

উল্লেখ্য, এই জঙ্গলপথ খুবই ভয়ঙ্কর। কারণ প্রাকৃতিক হুমকি ছাড়াও অপরাধীদের উপদ্র্রুব এখানে অনেক বেশি। তারা নিয়মিতই ডাকাতি এবং ভ্রমণকারীদের ধর্ষণও করে থাকে।

পানামা কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোক দারিয়েন গ্যাপ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এ সংখ্যা গত পাঁচ বছরের সমান।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি