নিজস্ব প্রতিবেদক :: সিলেটে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌরসভায়। আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল। ৩টি ওয়ার্ডের সকল কেন্দ্রের ভোট গণনা শেষে রাবেল ২১৪৩ ভোট পেয়ে অনেক এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ১১৭৯ ভোট।
আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু ৮২৩ পেয়েছেন ৩৫২ ভোট।
অপরদিকে, নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ৫২৮ ভোট।
সন্ধ্যা ৬টা পর্যন্ত এ চার কেন্দ্রের ফলাফল জানা গেছে।
বিস্তারিত আসছে…