মো.জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সামাজিক সংগঠন প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থা (প্রসেস) ২০২০-২০২২ সনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মো. আখলাস আলীর সভাপতিত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ এরশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সামসুল আলম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুরর রহমান, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, জাফলং নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সভাপতি ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইসমাইল আলী, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমদ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ, প্রসেসের সাবেক সভাপতি জুনেদ আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, জাফলং নিউজের বার্তা সম্পাদক নাজিম আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রিয়াজুল ইসলাম খোকন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা করিম আহমদ, সুহিন আহমদ, বিশিষ্ট ব্যবাসায়ী আবুস শুক্কুর, সাজু আহমদ, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সহ সভাপতি ইসমাইল আলী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রসেসের নির্বাচিত কমিটির সভাপতি মুহিতুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সাব্বির প্রমুখ।